Saturday, November 05, 2016

কাম পাগলি মেয়ে আন্টি চিনবেন যে ভাবে

গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সম্পর্কে উত্তেজনার বিষয়টি সার্বিকভাবে জড়িত। দুটি মনের যখন মিল হয়ে থাকে তখন স্বাভাবিকভাবেই তারা চাইবে শারীরিকভাবে মিলিত হতে। পাশাপাশি অবস্থানে তাদের মাঝে এক ধরনের উত্তেজনা কাজ করে, শারীরিকভাবে উত্তেজিত হয়ে থাকে। কিন্তু অনেকের চোখেই এই উত্তেজনাটি ধরা পড়ে না। শারীরিক মিলনে অনভিজ্ঞ বয়ফ্রেন্ড তাই বুঝতেই পারেন না তার গার্লফ্রেন্ডটি উত্তেজিত হয়েছে কি না। আসুন জেনে নিই কিছু বৈশিষ্ট্য সম্পর্কে যেগুলো দেখে বুঝে নিতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ডটি শারীরিকভাবে উত্তেজিত হয়েছেন।
 উত্তেজনার লক্ষণঃ

✔ একজন নারী উত্তেজিত হয়ে পড়লে বা কামবিহ্বল হলে তার দুটি চোখ অর্দ্ধনিমীলিত ও রক্তবর্ণ ধারণ করেন।

✔ জোরে জোরে নিশ্বাস ফেলতে থাকেন।

✔ চেহারার মধ্যে উত্তেজনার ভাব স্পষ্ট ফুটে ওঠে।

✔ হাত পা শিথিল হয়ে যায়।

✔ চোঁখ বন্ধ করে থাকতে চান।

✔ শারীরিক উত্তেজনায় ঠোঁট দুটি হা করে চুম্বন করতে অগ্রসর হন।

✔ শারীরিকভাবে গরম অনুভূতি পেয়ে থাকেন এবং এক ধরনের ঝিমঝিম ভাব কাজ করে।

✔ নারীটির লজ্জা কমে যায়, পুরুষ তার অঙ্গ স্পর্শ করলে সে তাতে বাধা দেয় না।

✔ পুরুষ তার গোপন স্থানে হাত দিলে বা চাপ দিলে তিনি তা উপভোগ করে।

✔ সব রকম ভয়, সঙ্কোচ কাটিয়ে সারাটা দেহই সে পুরুষকে অর্পণ করে।  

          আরো জানতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment